ফেসবুক কভার ফটো ডিজাইন | Facebook Cover Photo Design Plp File


 আসসালামু আলাইকুম,

সকলে কেমন আছেন?

আশাকরছি সকলে ভালো আছেন। আজকের পোস্টে দেখাবো যেভাবে আপনারা ওপরে যে কভার ফটোটি দেখতে পেলেন ওইরকম নিজের পছন্দের  ছবি ও নাম ব্যবহার করে আকর্ষণীয় ফেসবুক কভার ফটো ডিজাইন তৈরি করবেন।

যেটা আপনি চাইলে আপনার ফেসবুক আইডি বা পেজে ব্যবহার করতে পারেন। ফলে আপনার পেজ বা আইডিটা কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবে।

তো এরকম কভার ফটো ডিজাইন করার জন্য প্রথমে আপনাদের একটা ফাইল ডাউনলোড করতে হবে ফাইলটার লিংক এই পোস্টের নিচের দিকে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা ডাউনলোড করে নিবেন।

তারপর প্লে-স্টোর থেকে Pixellab অ্যাপটি ইনস্টল করেনিন,সরাসরি ইনস্টল করুন

Click Here To Install Pixellab App

ইনস্টল শেষে ওপেন করুন

এমন পেজ আসবে ৩ ডট ক্লিক করুন
Open.Plp File ক্লিক করুন
Plp তে ক্লিক করুন
তীর এ ক্লিক করুন
এবার যেহেতু আপনি ফাইলটা ডাউনলোড করেছেন সেহেতু ডাউনলোড ফাইলে থাকবে ক্লিক করুন
এবার সেই ফাইলটা সিলেক্ট করুন
 Open And Add
মোবাইলের ব্যাক বাটন প্রেস করুন
এখানে ক্লিক করুন
এবার সমস্ত লেখা লক আছে আনলক করুন
একইভাবে ছবি আনলক করে ডিলেট অফশন থেকে আমার ছবিটা ডিলেট করে দিন
তারপর এখানে ক্লিক করুন
নিচের ৫ টা অফশনের মাঝেরটা তে ক্লিক করুন এবং Import এ ক্লিক করুন
আপনার ছবি গ্যালারি থেকে সিলেক্ট করুন
তারপর এখানে আবারো ক্লিক করুন
এবার ডট ডট মতো ওখানে চেপেধরে ছবিটা সবার নিচে নিয়ে আসুন
এভাবে সবার শেষে ছবিটা আনার পর এখানে ক্লিক
এবার নাম বা অন্য লেখা পরিবর্তন করতে এখানে ক্লিক করুন
তারপর যে লেখা পরিবর্তন করবেন সেটার কলম আইকনে ক্লিক করুন
তারপর আবারো ক্লিক করুন
আপনি যা দিবেন দিয়ে ok করুন
তারপর এখানে ট্যাপ করুন
এবার সবকিছু আপনার মতো এডিট করে এবার সেভ করতে এখানে ক্লিক করুন
Save As Image
Custom এ ট্যাপ করুন
তারপর Ultra টা সিলেক্ট করুন
Save to Gallery
আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে 
এখান থেকে PLP Cover Photo ফাইলটি ডাউনলোড করুন
আশাকরি বুঝতে পারছেন। না বুঝলে নিচের ভিডিওটি দেখুন

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন : BD TRICK SH 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ