ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি | Facebook Stylish Name

 


আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই?

আশাকরি সবাই ভালো আছেন। আজকের দেখাবো যেভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম ব্যবহার করবেন।

এতে করে সাধারণভাবে তৈরি করা ফেসবুক একাউন্ট থেকে আপনার একাউন্টটি অসম্ভব সুন্দর লাগবে দেখতে এমনকি আপনার ফেসবুক প্রোফাইলটি আকর্ষণীয় লুক দিবে।

অনেকে অনেক ধরনের স্টাইল ব্যবহার করে ফেসবুক নাম চেঞ্জ করতে যায় কিন্তু তা ফেসবুক সাপোর্টেড না হওয়াই স্টাইলিশ নামে ফেসবুক একাউন্টটি করতে পারেনা। কিন্তু আমি আপনাদের সবচেয়ে সহজ নিয়মে সেটা করে দেখাবো। তো এর জন্য প্রথমে আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে যা প্লে-স্টোরে পেয়ে যাবেন আর সে অ্যাপটির লিংক এই পোস্টের নিচে আমি দিয়ে দিয়েছি তাই অবশ্যই আপনারা ইনস্টল করে নিয়ে প্রবেশ করবেন অ্যাপটিতে এবং Fb Stylish Name Maker বা Insta Stylish Name Maker যেকোনো একটাতে ক্লিক করুন।

তারপর এই বক্সে আপনি যে নাম দিতে চান ফেসবুক একাউন্টের সেই নামটি লিখে Convert Text ক্লিক করুন
তারপর Copy অফশন থেকে আপনার পছন্দমতো স্টাইল কপি করেনিন
তারপর Ok করুন এবং এখান থেকে বেরিয়ে আসুন
এবার ফেসবুক নাম স্টাইলিশ করতে প্লে-স্টোর থেকে Fb Lite অ্যাপটি ইনস্টল করুন,ইনস্টল করুন
তারপর লাইট অ্যাপটিতে ঢুকুন
যে আইডির নাম স্টাইলিশ করবেন তা লগইন করে নিয়ে ৩ দাগ অফশনে ক্লিক করুন
এরপর Settings এ যান
তারপর Personal And Account Information ক্লিক করুন
এরপর Name এ ক্লিক করুন
আগের প্রথম,মধ্য ও শেষের সবকিছু কেটে দিন
এবার কপি করে রাখা নাম পুরোটা প্রথম ও শেষ নাম অংশে দিয়ে Review Change ক্লিক করুন
এবার যে নামটি সঠিক সেটা সিলেক্ট করুন তাহলে টিক মার্ক হয়ে যাবে এবং বক্সে পাসওয়ার্ড টি দিয়ে দেন আপনার ফেসবুকের তারপর Save Changes ক্লিক করুন
দেখুন নাম স্টাইলিশ হয়ে গেছে 
প্রোফাইল টা দেখুন কতটা স্টাইলিশ লাগছে আমার ফেসবুক প্রোফাইল নামটি

আশা করি বুঝতে পেরেছেন। এবার নিচের লিংক থেকে Stylish নাম তৈরি জন্য যে অ্যাপটি লাগবে সেটা ইনস্টল করুন।

Click Here To Install Fb Stylish Name Maker App

বিস্তারিত জানুন আমার নিচের ইউটিউব ভিডিওটি থেকে


সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল : BD TRICK SH 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ