আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?
আশাকরি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি?
কিভাবে আপনারা ভুলে যাওয়া ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড ফিরিয়ে আনবেন।
তো আমাদের দেশের অধিকাংশ মানুষই ফেসবুক একাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়ে ফেসবুক একাউন্টটা খুলে থাকে পরবর্তীতে সে পাসওয়ার্ড আর মনে রাখেনা যার ফলে আইডি লগইন হয়ে গেলে বা এমনিতে পাসওয়ার্ড পরিবর্তন করলে গেলে তখন পাসওয়ার্ড প্রয়োজন হলে তখন দিতে না পারার কারণে তারা সেই আইডিটা বাদ দিয়ে দেয়। কিন্তু সেটা না করে তারা চাইলে খুব সহজে সেই আইডিতে নতুন পাসওয়ার্ড সেট করতে পারে তো এর জন্য প্রথমে প্লে-স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করেনিন কারণ আমি ফেসবুক লাইট অ্যাপ দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে অফিশিয়াল ফেসবুক বা গুগল ব্রাউজারে www.facebook.com গিয়েও করতে পারবেন।
ইনস্টল শেষে প্রবেশ করুন
Find Your Account ক্লিক করুনএখানে এই বক্সে যে নাম্বারে ফেসবুক আইডিটা খোলা সেই নাম্বারটি দেন বা জিমেইল কিংবা নাম দিয়ে সার্চ করতে আইডিটা এখানে ক্লিক করুন
এবার এ বক্সে নাম বা জিমেইল দিয়েও সার্চ করতে পারেন
তাহলে আইডিটা চলে আসবে Continue ক্লিক করুন
এবার কোডটি Whatsapp এ দিচ্ছে যেহেতু আমার Whatsapp ইনস্টল করা নেই কোডটি আমি অন্য মাধ্যমে নিবো তার জন্য Try Another Way ক্লিক করুন
তাহলে দেখুন আপনি চাইলে ফোন কল বা জিমেইল এড থাকলে কোডটি জিমেইলে অথবা More Oftions ক্লিক করুন
তো আমি কোডটি এসএমএসে নিবো তাই সেটা সিলেক্ট Continue করুন
এবার নাম্বারে মেসেজে ৬ সংখ্যার কোড আসবে ওটা আসলে দিয়ে Continue করুন
তো সিম আমার ফোনে থাকায় অটোমেটিক কোডটা তারা নিয়ে নিছে তাই আমি Allow করছি
এখানে আপনাক নতুন পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে shAkiL*৳@23 এরকম জটিল টাইপের সবকিছু মিলিয়ে দিয়ে Change Password ক্লিক করুন। আর অবশ্যই যে নতুন পাসওয়ার্ড সেট করলেন সেটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন যদি আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাহলে আইডিটা চলে আসবে Not Now ক্লিক করুন
এভাবে খুব সহজেই ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনারা ফিরিয়ে আনতে পারবেন।
আশাকরছি বুঝতে পারছেন,বিস্তারিত জানতে নিচে আমার ইউটিউব ভিডিওটি দেখুন
সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল : BD TRICK SH
0 মন্তব্যসমূহ