ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে | Train Ticket Booking Online

ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে | ট্রেনের টিকিট কাটার অ্যাপস ২০২৪

আসসালামু আলাইকুম,
সবাই আছেন আছেন? 
আশাকরি সবাই ভালো আছেন।
আজকের পোস্টে দেখাবো যেভাবে যেকোনো ট্রেনের টিকিট অনলাইনে কাটবেন।
এখন থেকে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে স্টেশন কাউন্টারে লাইন ধরে দাড়িয়ে থাকতে হবেনা। আপনার হাতের ফোনটির মাধ্যমে খুব সহজে যেকোনো সময় অনলাইন থেকে আপনারা টিকিটটি কাটতে পারবেন।
এছাড়া আপনার কাটা টিকিটটি নিয়ে আপনি সরাসরি ট্রেন যাত্রা করতে পারবেন কোনোরকম সমস্যায় পড়তে হবেনা।
তো কিভাবে বাংলাদেশের যেকোনো ট্রেনের টিকিট অনলাইনে কাটবেন লক্ষ্য করুন।
প্রথমে আপনার ফোনের প্লে-স্টোর আসুন এবং Rail Sheba লিখে সার্চ দিয়ে অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন।
তারপর প্রথমবার আপনাদের একাউন্ট করতে হবে এর জন্য Register এ ক্লিক করুন। আর পূর্বে কোনো একাউন্ট থাকলে লগইন করতে পারেন।

এবার একাউন্ট করার জন্য মোবাইল নাম্বার দিন তারপর আপনার বা আপনার পরিবারের যেকারো আইডি কার্ডের ফ্রন্ট পেজের নাম্বারগুলা লিখেদিন তারপর আইডি কার্ড অনুযায়ী জন্মতারিখটি দিয়েদিন।
এবার বর্গাকার ওখানে ক্লিক করুন

তাহলে অটোমেটিক টিক হয়ে যাবে বা ক্যাপচা আসতে পারে যেখানে ওপরে লেখা থাকবে আপনাকে কোন ছবি সিলেক্ট করতে হবে এবং নিচে বিভিন্নরকম ছবি থাকবে তার মধ্যে থেকে যে ছবি ওপরে লেখা সেগুলা আপনারা সিলেক্ট করে ভেরিফাই করবেন তবে টিক হয়ে যাবে।
এবার পরের পেজে একাউন্টের জন্য পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে জটিল টাইপ যেমন:ShA*@123 এরকম টাইপের দুই বক্সে একই পাসওয়ার্ড, ইমেইল এ আপনার একটা জিমেইল লিখেদিন,পোস্ট কোড এ আইডি কার্ডের বিপরীত পেজে যে পোস্ট কোড ৪ সংখ্যার দেওয়া আছে তা দিন এবং Address এ গ্রাম,উপজেলা,জেলা লিখেদিন
সবকিছু লিখে দিয়ে Registration ক্লিক করুন।
এবার আপনার নাম্বারে ৬ সংখ্যার মেসেজে কোড আসবে সেটা লিখে ভেরিফাই করুন
তারপর লগইন ক্লিক করুন
নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্ট লগইন করুন
I Agree ক্লিক 
এমন পেজ আসবে From এ Select Station ক্লিক
তারপর কোন স্টেশন থেকে আপনি ট্রেন যাত্রা শুরু করতে চান বা টিকিট টা কাটতে চাচ্ছেন তা লিখে সার্চ দিলে অটোমেটিক দেখাবে সেটাই ক্লিক করুন
একইভাবে কোন স্টেশনে নামবেন তা To থেকে সিলেক্ট করবেন এবং Select Class ক্লিক করুন
তারপর কোন ক্লাসে যাবেন সেটা সিলেক্ট করুন।
আমি অল্প টাকার মধ্যে যেতে চাচ্ছি তাই S Chair সিলেক্ট করছি।
তারপর তারিখ সিলেক্ট করতে হবে কোন তারিখের টিকিট কাটতে চাচ্ছেন।
আপনি যে তারিখে যাবেন সেটা সিলেক্ট করুন
এবার Search Trains ক্লিক করুন
তাহলে দেখতে পাবেন যেখান থেকে যেখানে আপনি যেতে চাচ্ছেন ওই জায়গায় কোন কোন ট্রেন চলাচল করে ট্রেনের নাম। একইসাথে কোনসময় কোন ট্রেনটি কোথায় থেকে ছাড়বে কখন পৌঁছাবে ও পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে সেটাও দেখতে পাচ্ছেন।
এছাড়া সেইসব ট্রেনে কতটা টিকিট বর্তমানে আছে তাও দেখতে পাবেন।
কোনো কারণে সেইদিন টিকিট এখানে ০ দেখালে আপনারা তারিখ পরিবর্তন করবেন বা ওপরে Modify ক্লিক করে Class টা পরিবর্তন করবেন তবে ভাড়া একটু অন্য ক্লাসে বেশি পড়লেও টিকিট পেতে পারেন।
তো টিকিট থাকলে এবার সময় অনুযায়ী যে ট্রেনে আপনার জন্য যাওয়া সুবিধা হবে সেই ট্রেনের Book Now ক্লিক করুন
তাহলে পরের পেজে আপনাকে বগী বা কোচ সিলেক্ট করতে হবে। এখানে দেখুন বগীর নামগুলা ইংরেজিতে দেওয়া সবগুলা প্রায় কালার হয়ে আছে মানে সিট পূর্ণ হয়ে আছে শুধু সাদা একটা বগী ফাঁকা আছে তো ফাঁকা যেটা পাবেন সেটাতে ক্লিক করবেন।
তো আমি বগী সিলেক্ট করলাম এবং একটু নিচে আসবেন
তারপর সাদা মতো যেগুলা এগুলো হলো সিট ফাঁকা আছে এবং কালারগুলা পূর্ণ হয়ে গেছে। সাদার মধ্যে থেকে আপনি যে সিটটা নিতে চান সেটা সিলেক্ট করবেন। এখানে একটা কথা অনেকের একাধিক সিট লাগতে পারে তবে সেক্ষেত্রে আপনারা একাধিক সিট সিলেক্ট করতে পারেন কিন্তু সর্বোচ্চ আপনি ৪ টা সিট নিতে পারবেন একসাথে। 
তো সিট সিলেক্ট করে নিচের দিকে Continue Purchase ক্লিক করুন।
তারপর এমন পেজ আসবে নিচে আসুন
এমনকি Proceed ক্লিক
তাহলে টিকিটের দাম কত পড়বে সার্ভিস চার্জসহ বিস্তারিত দেখতে পাবেন একটু নিচের দিকে আসুন এই পেজের
এবার কোন মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। 
বিকাশ,নগদ,রকেট,উপায় বা ভিসা কার্ড যেটাই পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করুন ও Proceed To Payment ক্লিক
একটু অপেক্ষা করলে পেমেন্ট অফশন চলে আসবে লোডিং শেষে এবার বিকাশ নাম্বার দিতে বলছে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি বিকাশ সিলেক্ট করছিলাম তারপর Confirm ক্লিক।
এবার বিকাশ নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে ওটা দিয়ে Confirm করুন
তারপর আপনার বিকাশ বা যে মাধ্যমে পেমেন্ট করছেন তার পিন দিয়ে কনফার্ম করুন।
তাহলে দেখতে পাবেন পেমেন্ট শেষে এমন পেজ আসবে View Ticket ক্লিক করুন
তারপর Download Ticket
দেখুন আপনার টিকিট চলে এসেছে এখানে আপনার যাত্রার দিন,সময়,তারিখ,বগী ও সিট নাম্বারসহ সকল তথ্য দেওয়া আছে। এটা নিয়ে আপনি যাত্রার দিন সরাসরি ট্রেন যাত্রা করতে পারবেন।
আশাকরছি কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন বুঝতে পারছেন। বুঝতে সমস্যা হলে নিচে আমার ইউটিউব ভিডিওটি দেখুন

সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল: BD TRICK SH



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ